প্রকাশিত: Sat, Dec 16, 2023 11:57 PM
আপডেট: Thu, Jul 3, 2025 9:38 AM

[১]কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা গেছেন [২]নতুন আমির শেখ মেশাল

ইকবাল খান: [৩] কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ শনিবার মারা গেছেন।(ইন্নালিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। আল জাজিরা জানায়, শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে  তার সৎভাই শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ ৯১ বছরে ইন্তেকাল করলে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশটির আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

[৪] আল জাজিরা আরও জানায়, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায় নি তবে ৪০দিনের রাষ্টীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী ৩দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  গত ২৯ নভেম্বর আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] আমির হিসাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি রাষ্ট্রের বেশ ক’টি শীর্ষপদে দায়িত্ব পারণ করেন। ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় শেখ নাওয়াফ দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

[৬] কুয়েতের উপপ্রধানমন্ত্রী ইসা আল-কান্দারি এক বিবৃতিতে জানিয়েছেন, ক্রাউন প্রিন্স ও শেখ নাওয়াফের সৎভাই  শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহকে পরবর্তী আমির ঘোষনা করা হয়েছে।